ভোলার চরফ্যাসনে আলোকিত মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, চরফ্যাসন কলেজের প্রতিষ্ঠাতা ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যক্ষ এমএম নজরুল ইসলাম এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মরহুমের ২৯বছর প্রয়ান দিবস উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন সংগঠন, চরফ্যাসন সরকারী কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, চরফ্যাসন প্রেসক্লাব, অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে স্থানীয় এতিমখানা ও হিফজ মাদ্রাসাসমূহে দুপুর বেলা খাবারের আয়োজন, সমজিদ সমূহে দোয়া-মোনাজাত, টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৯২ সনের ১৭সেপ্টেন্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৌসুমী মনীষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments