“মুজিববর্ষের শপথ করি, দুর্যোগের জীবন-সম্পদ রক্ষা করি” এ স্লোগান কে সামনে রেখে আজ ( ৪ নভেম্ববর) বৃহস্প্রতিবার ভোলার চরফ্যাসনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২১ পালিত হয়েছে।
এই সপ্তাহ উপলক্ষ্যে সকাল ১০ টায় বর্নাঢ্য র‌্যালী শেষে চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান লিখন এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস ষ্টেশনে উপস্থিত থেকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জনাব, আবু আব্দুল্লাহ খান এবং চরফ্যাসন থানা অফিসার ইনচার্জ মো: মনির হোসেন মিয়া পতাকা উত্তলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে এ ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন।
এসময় উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান লিখন বলেন, অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ,তাই অগ্নিকান্ড ও দুর্ঘটনা প্রতিরোধে জনসসাধারণকে আরোও সচেতন হতে হবে। বাজারের ব্যবসায়ীদের সচেতনতায় তিনি আরোও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের অগ্নিকান্ডের ঝুঁকি অনুযায়ী অগ্নি নির্বাপক যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতের কাছেই রাখতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সপ্তাহব্যাপী বিভিন্ন বাজারে জনগনের মাঝে লিপলেট বিতরনসহ এ সচেতনতা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

সুরভী।
রেডিও মেঘনা, চরফ্যাসন।