মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা রবিবার ( ১৪ নভেম্বর) শুরু হয়েছে। সারা দেশের ন্যায় ভোলা জেলার চরফ্যাসন উপজেলার ১২ টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।
প্রতি বছর ১ ফেব্রুয়ারী এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়ে থাকে। এবার করোনার কারণে পরীক্ষাগুলো পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীরা বলছেন, নতুন সিলেবাসে হলেও যে পরীক্ষা হচ্ছে এটাই বেশি। হলে বসে পরীক্ষা দিয়ে অনেক ভালো লাগছে এবং ভালো ফলাফলের আসা করেন পরীক্ষার্থীরা।
অন্যদিকে অভিভাবকরা বলছেন, বছরের শেষ সময় এসেও এবার যে এসএসসি পরীক্ষা হলে বসে দিতে পারছে এটাই অনেক ভালো লাগার বিষয় বলে জানান অভিভাবকরা।
ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শেষ হবে।
সুরভী।
রেডিও মেঘনা, চরফ্যাসন।