দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলায় আইসিবিএএআর প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধ ও লবণাক্ত ভুমিতে সার্জন পদ্ধতি মাছ চাষের মাধ্যমে জলবায়ু উদ্বাস্ত মানুষের জীবনের ব্যাপক পরিবর্তনের স্বীকৃতস্বরুপ জাতীয় পর্যায়ে মৎস্য পদক পেয়েছেন চরফ্যাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।
“নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গত ২৪ জুলাই (রবিবার) প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ডা: আব্দুর রাজ্জাক মহোদয়ের কাছ থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।
এ ব্যাপারে চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, মৎস্য সম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারনে কর্মদক্ষতা উপকূলের জলাবদ্ধ ও লবণাক্ত ভুমিতে সার্জন পদ্ধতি মাছ চাষের মাধ্যমে ব্যাপক পরিবর্তনে ভুমিকা রাখায় জাতীয় ভাবে মৎস্য পদক অর্জন করতে পেরেছেন। মৎস্যখাতে এই পদকের সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরো ভালো করার আশা প্রকাশ করেন।
সুরভী ও মৌসুমী মনীষা
রেডিও মেঘনা-চরফ্যাসন
Recent Comments