ভোলা ভেলুমিয়ার সালেহা বেগম দুটি ছাগল দিয়ে শুরু করে ১০ বছরে গড়েছেন ছাগল ও গরুর খামার, কিনেছেন জমি।
জেলার তেতুলিয়া নদীর তীরে বসবাস ৭ সন্তানের জননী সালেহা বেগমের। ৩০ বছর আগে স্বামী মারা গেলে পরিবারের হাল ধরেন তিনি। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় ২০১৫ সালে কোস্ট ফাউন্ডেশনের উজ্জীবিত প্রকল্পের ছাগল পালন প্রশিক্ষনে অংশ নেয় সালেহা বেগম। ৮ হাজার টাকা সহায়তা দেওয়া হয় ছাগল ক্রয়ের জন্য, দুইটি ছাগল নিয়ে যাত্রা শুরু করেন তিনি। সালেহা বেগম বলেন, ছাগল বিক্রির টাকা দিয়া ৩ গন্ডা (২৪ শতাংশ) জমি কিনেছি ৬ লাখ টাকা দিয়া। ছোট ছেলেকে বিয়ে করিয়েছি। কোস্ট ফাউন্ডেশন হতে গরু ও ছাগলের টিকা, চিকিৎসা সেবা ও পরামর্শ অব্যাহত আছে। বর্তমানে খামারে ৯টি গরুর ও ৯টি ছাগল আছে। ধান, কলাই, ডাল, সহ বিভিন্ন সবজির চাষও করেন বলে জানান সালেহা বেগন।
Recent Comments