চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড। এখানেই কাঁচা ঘরে থাকেন সাবানা বেগম, বয়স (২৪)। স্বামী পেশায় রাজমিস্ত্রি। প্রতিদিন সকালবেলা হাতে শাবল, বেলচা নিয়ে বেরিয়ে যান কাজের উদ্দেশ্যে। কাজ না থাকলে আয়ও থাকেনা। সেই ঘরেই আছে ছয় বছরের ছেলে এবং পাঁচ মাস বয়সী মেয়ে ।
সাবানা বেগম বলেন, আগে ভাবতাম পেটভরে খাওয়ালেই হলো। কিন্তু আমার ছেলেটা মাঝে মাঝে অসুস্থ হতো, তখন ডাক্তারের কাছে গেলে শুনি অপুষ্টি থেকে এমন হয়েছে। তিনি ডাক্তারের পরামর্শে খাবারে পরিবর্তন আনার চেষ্টা করেন। শুধু ভাত না খাবারে থাকে ডিম, দেশি ফল, শাকসবজি যতটুকু সম্ভব খাওয়ানোর চেষ্টা করেন। টানাটানির সংসার, কিন্তু সন্তানদের বড় করতে হলে তো ঠিক মতো খাওয়াতে হবে। কম খরচে পুষ্টি হবে এজন্য বাড়িতে করছেন সবজি চাষ। ওরা যেন মায়ের মতো কষ্ট না পায় এই চেষ্টা করছেন সাবানা বেগম।

রেডিও মেঘনার সাপ্তাহিক “আজকের শিশু” আয়োজনটি শুনতে পান প্রতি সপ্তাহের শুক্রবার বিকাল ০৫:০০টায়। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএম এ।
Recent Comments