বাংলাদেশ প্রেক্ষাপটে অর্থনৈতিক দুরবস্থা হচ্ছে শিশুশ্রমের প্রথম ও প্রধান কারণ। পড়ালেখার খরচ দিতে না পেরে এবং সংসারের অসচ্ছলতার গ্লানি একজন মা-বাবাকে বাধ্য করে তার সন্তানকে শ্রমে নিযুক্ত করতে। চরফ্যাসন কুতুবগঞ্জ বাজারের একটি ওয়ার্কশপে কাজ করেন কায়েম (১৩)। ছোট বেলা তার বাবা মারা যায়। কায়েম পড়ালেখার পাশাপাশি একটি চায়ের দোকান করতেন। এরপর তার পড়ালেখা ও সংসার চালাতে হিমশিম খেয়ে যেত। তাই পড়ালেখা ছেড়ে এখন লেদ ওয়ার্কশপে কাজ করেন। কায়েমের একটি ছোট বোন রয়েছে। কায়েম আর্থিক সংকটের কারণে পড়াশুনা করতে না পারলেও তার বোনকে পড়াশুনা করাবেন এমনটাই আশা। এছাড়াও ভবিষ্যতে নিজের একটি দোকান দেওয়ার স্বপ্ন কায়েমের।
ভবিষ্যতে কায়েম কাজের পাশাপাশি পড়ালেখা করতে চাইলে তার খরচ ও সময় দুটোই দেবে বলে জানান দেকানের মালিক মোঃ রিয়াজ।

শ্রমজীবী শিশুদের গল্প নিয়ে নিয়মিত প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাকি অনুষ্ঠান ‘আজকের শিশু’। অনুষ্ঠানটি শুনতে পাবেন রেডিও মেঘনা ৯৯.০ এফএম এ, প্রতি শুক্রবার বিকেল ৫:৪০ মিনিটে। সম্পাদনায় জেসমিন, উপস্থাপনায় ফারিহা ইসলাম। শুনতে থাকুন সাথেই থাকুন।