ভোলা জেলার চরফ্যাসন দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশই নিচু এলাকা। বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ফলে এসব অঞ্চলের ফসলি জমি দীর্ঘসময় ধরে পানিতে প্লাবিত থাকে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং চরম ক্ষতির মুখে পড়েন এখানকার কৃষকরা। তবে সাম্প্রতিক সময়ে কৃষকেরা এই ক্ষতি মোকাবিলায় ঝুঁকছেন সার্জন পদ্ধতিতে চাষাবাদে যা তাদের জন্য হয়ে উঠেছে নতুন আশার আলো।
চরফ্যাসন পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষক মোহাম্মদ আবদুল মালেক (৪২) ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত। বর্তমানে তিনি সব ধরনের মৌসুমি ফসল চাষ করেন। এবছর তিনি ২৪০ শতাংশ জমিতে শসা চাষ করেছেন। বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে পানি জমে গিয়ে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় তিনি এই বছর সার্জন বা বেড পদ্ধতিতে শসা চাষ করেন।
তিনি বলেন, “সার্জন পদ্ধতিতে চাষ করায় বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে থাকেনি। ফলে শসার গাছ ভালোভাবে বেড়েছে, ফলনও ভালো হয়েছে।”
চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নাজমুল হুদা জানান, বর্ষাকালে জলাবদ্ধতা ও ফসল ক্ষতির পরিমাণ কমাতে সার্জন পদ্ধতি অত্যন্ত কার্যকর। তিনি বলেন, এই পদ্ধতিতে কম খরচে কৃষকেরা ভালো ফলন পাচ্ছেন। ফলে চরফ্যাসনের বিভিন্ন ইউনিয়নে এটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে।
তিনি আরও জানান, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের, যাতে তারা আরও কার্যকরভাবে এই পদ্ধতি ব্যবহার করে লাভবান হতে পারেন
Recent Comments