সূর্যমুখী চাষ করে লাভবান হওয়ার আশা করেন এওয়াজপুর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেন (৫৪)। কামাল হোসেন নিজের জমিতে ডাল, মরিচ, বাদাম চাষ করেছেন। তবে গত বছর থেকে শুরু করেছেন সূর্যমুখীর চাষ। এই বছরে তিনি সূর্যমুখী বীজ সংরক্ষণ করে দুই বছর ধরেই সূর্যমুখী চাষ করেছেন, গত বছরেও তিনি লাভবান হয়েছেন, তাই এই বছরেও তিনি ২৪ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছেন। সূর্যমুখী চাষ করার উদ্দেশ্য নিজের করে তৈল খাওয়ার জন্য। সূর্যমুখী রোপণ করেছেন পৌষ মাসে, তবে বৈশাখের শেষের দিকে তুলতে পারবে। জমিতে তিন হাজার টাকা খরচ করে এরচেয়ে বেশি লাভবান হবে বলে আশা করেন। ভবিষ্যতেও তিনি সূর্যমুখী চাষ করবে বলে আশা করেন।
সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক” শুনুন সপ্তাহের প্রতি বুধবার বিকাল ৫:০০টায় শুধু মাত্র ৯৯.০ এফএমএ।
উপস্থাপনায়: ফাতেমা জাহান
প্রযোজনা: উম্মে নিশি
Recent Comments