সারা দেশের ন্যায় চরফ্যাসনেরও করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ৪ থেকে ১০ জুন এই সাতদিনের যেকোনো দিন কাছের টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নেয়া যাবে।
এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও উর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে বলে জানান, চরফ্যাসন হাসপাতালের ডাক্তার শোভন কুমার বসাক।
এছাড়াও তিনি আরো বলেন, ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি যারা এখনো কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেননি তাদেরকেও ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময় নিয়মিত টিকাদান কার্যক্রমও পাশাপাশি একই গতিতে চলবে। করোনাভাইরাস প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান উল্লেখ করে জানান, টিকার সম্পূর্ণ সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।
মৌসুমী মনীষা ও অধরা ইসলাম
রেডিও মেঘনা-চরফ্যাসন।