শীত মৌসুমে প্রতিটি বাড়িতেই টমেটো তরকারি তৈরিতে বা সালাদ হিসেবে বিপুল ব্যবহৃত হচ্ছে। সবুজ গাছের মাঝে সবুজ, লাল রঙের এই সবজিতে ছেয়ে আছে মাঠের পরে মাঠ। এমনই দৃশ্য দেখা গেলো মুন্সিগঞ্জ ১নং ওয়ার্ডের কৃষক মোঃ মনির হোসেনের (৪০) ফসলি জমিতে। গত দুই মাস আগে ১৬ শতাংশ জমিতে টমেটোর চারাগাছ রোপন করেন। বিভিন্ন সময়ে তিনি চসফ্যাসন কৃষি সমিতি থেকে পরামর্শ এবং বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে এর চাষ প্রক্রিয়া সম্পর্কে জেনেছেন এবং সে অনুযায়ী গাছের পরিচর্যা করেন। গত কয়েক বছর ধরেই তিনি এই সবজিটির চাষ করেন। অন্যান্য বছর মোটামুটি ভালোই লাভবান হয়েছেন। এ বছরও ফলন ভালো হবে এমনটাই আশা মনির হোসেনের। এছাড়াও সাত সদস্যের পুরো পরিবার তার ওপর নির্ভর হয়ে চলে। তিনি নিজে কৃষি কাজ করলেও সন্তানদের আলোকিত ভবিষ্যতের জন্য তাদেরকে পড়া-শুনা করাচ্ছেন।
কৃষি ষিয়ক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। অনুষ্ঠানটি শুনুন ৯৯.০ এফএম এ সপ্তাহের প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে।
উপস্থাপনায়: ফারিহা ইসলাম
প্রযোজনায়: তাসপিয়া।
Recent Comments