চরফ্যাসনের চাষীরা মৌসুমের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। এখানে সবজি চাষে ভালো ফলন হয়। তাই কৃষকরা সবজি খামার করে লাভবান হচ্ছেন। তবে এই লাভের পরিমান নির্ভর করে আবহাওয়া ও বাজার দরের উপরে।
হাজারি গঞ্জ ৫নং ওয়ার্ডের কৃষক আয়োব আলী জানান, দুই কানি জমিতে শসা চাষ করেছেন। শসার ফলন আসতে এখনো কিছুদিন সময় লাগবে।
এছাড়াও তিনি এক কানি জমিতে করলা এবং লাউয়ের চাষ করেছেন। করলা এবং লাউ কিছুটা বড় হয়েছে। কিছু দিনের মধ্যেই ফসল তুলে বাজার যাত করবেন আশা করছেন। তবে শসা, লাউ কিংবা করলা সব কিছুই তাপপ্রবাহের কারনে ক্ষতি গ্রস্ত হয়েছে। কৃষক আয়োব আলীর নিজস্ব একটি নলকুপ থাকায় সেচ দিতে পারেছেন। অন্য কৃষকদের সেচ দিতে অনেক অসুবিধা হয়, সবার নলকূপ নাথায়। বেশি সেচ দিতে গিয়ে খরচের তালিকাও লম্বা হয়েছে।
দীর্ঘদিন তাপপ্রবাহে পর আজ তিনদিনের বৃষ্টি সবজি খামারের জন্য বেশি উপকারী। কৃষকরা এই বৃষ্টির জন্যই অপেক্ষা করেছেন, বললেন সবজি খামারী আয়োব আলী।
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে বুধবার বিকেল ০৫:৪০ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায়: তাসপিয়া
প্রোযোজনায়: মৌসুমী মনীষা।