কৃষকের একনিষ্ঠ শ্রমের ফলে মাঠের ফসল দেখে হাসি ফুটে তাদের মুখে। কিন্তু সে ফসলই যদি ভালো না হয় তখন কৃষকের সে হাসি হয়ে যায় দূর্বিষহ। অনেক স্বপ্ন চোখে লালন করে ক্ষেতে ফসল ফালান, চরফ্যাসন আসলামপুর ২ নং ওয়ার্ডের কৃষাণী গৃহবধু তানিয়া আক্তার (২৫)। যে আশা করে ক্ষেতে ডাল, মরিচ, বাদাম করেছেন সে আশা পূরণ করতে পারেননি তিনি। অধিক বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসল, পচেঁ গেছে বাঁদামসহ মরিচ, ডাল গাছও। অল্প কিছু মুগ ডাল বাড়িতে তুলতে পেরেছেন যা আগামী বছরে বীজের জন্য এবং নিজেদের খাবারের জন্য রেখে দেবেন তানিয়া আক্তার।
মাঠে যা ফলন ছিলো তা বিক্রি করলে যা খরচ হয়েছে তার দ্বিগুন পাওয়া যেতো কিন্তুু বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে তাই লোকসানে আছেন তাসলিমা আক্তার এবং হজরত আলী। ক্ষতি পুষিয়ে উঠতে এখন জমিতে ধান চাষ করবেন তারা।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান কৃষি ও কৃষক। অনুষ্ঠানটি প্রচারিত হয় সপ্তাহের প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও সম্পদনায় জেসমিন।