বাংলাদেশের জলবায়ু ধান চাষাবাদের জন্য খুবই উপযোগী। ধান আমাদের দেশের একটি প্রাচীনতম ফসল হিসেবে পরিচিত। ধানই এদেশের প্রধান খাদ্য শস্য। এ দেশের অর্থনীতি মূলত ধান উৎপাদনের উপর নির্ভশীল। ওসমানগঞ্জ ৬নং ওয়ার্ড এর কৃষক মোঃ ছালাউদ্দিন (৪৫)। এবছর তিনি ৮৮ শতাংশ জমিতে আমন ধানের চাষ করবেন, তাই পূর্বপ্রস্তুতি হিসেবে অগে থেকেই বীজতলা তৈরি করার কাজ করেন। প্রথমে তিনি উচু একটি জমিতে চাষ দিয়ে আগাছা বাছাই করে নেন। এরপর ভালো ধান বাছাই করে বীজের জন্য নেন। বীজধান ভিজিয়ে তা বীজতলায় বপনের জন্য সংরক্ষন করেন। এছাড়াও তিনি আরও জানান, কর্ম জীবনের শুরুটাই হয় কৃষি কাজ দিয়ে। প্রতি বছর ধান চাষ করেন এবং উৎপাদিত ধান নিজেদের খাবারের জন্য মজুদ করেন।
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তাহিত অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ০৫:৪০ মিনিটে। শুনুন, রেডিও মেঘনা ৯৯.০ এফএমএ। অনুষ্ঠানের প্রজোযনায় জেসমিন, উপস্থাপনায় ফারিহা ইসলাম।
Recent Comments