“মুজিব বর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাসনে পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২
বৃহস্প্রতিবার (১০ই মার্চ ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে জনগনসচেতনতা মূলক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রসাশন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি আবু আব্দুল্লাহ খান, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, নিলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহাম্মেদ শুভ্র । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিপি লিডার, সদস্য ফায়ার সার্ভিস কর্মী, রেডিও মেঘনা কোস্ট ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, দূর্যোগ পূর্ববতি, দুর্যোগকালীনও পরবর্তি প্রস্তুতি সর্ম্পকে সকলকে জানাতে হবে ঘূনিৃঝড় চলাকালীন সংকেত গুলো প্রচার প্রচারণা এবং প্রাকৃতিক দূর্যোগ সুনামি, বণ্যা, ঘূনিৃঝড়, মোকাবেলার পাশপাশি অগ্নিকান্ডসহ অন্যন্য যে সকল দূযোর্গের সম্মুখিন হতে হয় সেই সকল বিষয়ে সকলের আগে থেকে প্রশিক্ষন বা প্রস্তুতি থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু দূর্যোগ হওয়ার মাস আসছে তাই যে কোনো দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান
প্রতিবেদনে সুরভী।
রেডিও মেঘনা,চরফ্যাসন।