চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ এলাকার রেখা বেগম (৩৫)। পরিবারের অসচ্ছলতা দূর করতে দুটি গরু কিনে পালতে শুরু করেন। দুধ ও গরু বিক্রির লভ্যাংশ থেকে তিনি আরো কয়েকটি গরু ক্রয় করেন। ধীরে ধীরে গরুর সংখ্যা ও আয় বাড়তে থাকায় বড় পরিসরে গড়ে তোলেন গরুর খামার। তার খামারটি বর্তমানে এলাকার আদর্শ খামার নামে পরিচিত। রেখা বেগমের সফলতায় গরুর খামার গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন স্থানীয় নারী-পুরুষ ও বেকার যুবকরা। গাভী, বাছুর, ষাড়সহ ১৫টি গরু রয়েছে। দিনে ১০ থেকে ১২ লিটার দুধ পেয়ে থাকে, যা সপ্তাহে প্রায় ৪ হাজার টাকায় বিক্রি হয়। দুধ বিক্রি করেই প্রতি মাসে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হয় তার। স্বামীর কৃষি কাজে ভালো আয় না থাকায় তাকেই পুরো সংসারের খরচ বহন করতে হয়। স্বামীর সহযোগিতায় চালিয়ে যাচ্ছেন এই কাজটি। ভবিষ্যৎতে এই গরুর খামারটি আরো বড় করবেন ভাবছেন রেখা বেগম।

নারীদের এমন সংগ্রামী জীবন এবং উদ্যোগী হওয়ার গল্প নিয়ে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ”সফল নারী”। শুনুন প্রতি বৃহস্পিতিবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটি উপস্থাপনায় সারমিন এবং সম্পাদনায় ছিলেন জেসমিস।