আশ্বিনের এই সময় ইলিশ মাছের মৌসুম আর এখন নদীতে মাছ ভালো পাওয়ার কথা থাকলেও সেই অনুযায়ী মাছ পাচ্ছেনা বেতুয়া আয়শা বাগের মৎস্যজীবীরা। কিছুদিন আগে নদীতে অবরোধ ছিল তখন জেলে কাজের পাশাপাশি অন্য কাজ করে সংসার চালাতেন মৎস্যজীবী আলমগীর মোল্লা (৩০) এবং আব্দুল মালেক ফরাজি (৭০)। নদীতে যে মাছ পায় তা বিক্রি করে মোটামুটি দিন পার করছেন বেতুয়া আয়শা বাগের মৎস্যজীবীরা।
নদীর পানি ঘোলাত্ত, বৃষ্টিপাত, নদী উত্তাল, লবনাক্ততা ইত্যাদি মাছের উপর নির্ভশীল। যে পরিমানে লবনাক্ততা দরকার তার চেয়ে বেশি আছে যার কারণে এখন নদীতে মাছ কম পাওয়া যাচ্ছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। তিনি আরোও বলেন, তবে আশা করা যাচ্ছে সামনের পূর্ণিমাতে এই সমস্যা মিটে যাবে, এবং আগে জেলেরা যেভাবে মাছ পেতো সেই ভাবেই মাছ পাবে।

জেলেদের জীবন ও জীবিকার গল্প নিয়ে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘জেলে-জীবন’। শুনুন, প্রতি বৃহস্পিতিবার বিকাল ৫:৪০ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটি উপস্থাপনায় সারমিন এবং সম্পাদনায় ছিলেন জেসমিস।