প্রথমত প্রতিবন্ধী মানুষটির অক্ষমতার প্রতি দৃষ্টি না দিয়ে তাকে একজন মানুষ হিসেবে দেখার চেষ্টা করতে হবে। শারীরিক, শ্রবণ, বাক্, বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধীদের একটি অংশ জন্মগতভাবে। আবার কেউ কেউ দুর্ঘটনার কারণে মানসিকভাবে প্রতিবন্ধীত্বের শিকার হয়।
চরফ্যাসন পূর্ব হালিমাবাদ ৬ নং ওয়ার্ডের নাইম (০৮)। তার মা তিন সন্তানের জননী মৌসুমী বেগম (২৫) জানান, নাইম জন্মগ্রহণ করার পাচঁ-ছয় মাস পর বুঝতে পারে ও স্বাভাবিক মানুষের মত না। জন্মগ্রহণ করার পর ডাক্তার দেখালে খিঁচুনি রোগের কথা বলেন। চিকিৎসা করলে সাময়কি ভালো হয়। কিন্তু নাইমের ৮ বছর হলেও হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। তার মা দুঃখে সাথেই জানান, আজ নাইম ভালো হলে পড়াশোনা করাতে পারতেন। তবে তার বাকি দুই ছেলে সুস্থ-স্বাভাবিক। তাদেরকে পড়ালেখা করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন বলে জানান তিনি। মৌসুমী বেগম জানান, ছেলে প্রতিবন্ধী ভাতা পায়, সে টাকা দিয়ে নাইমের অসুস্থ হলে খরচ বহন করেন। প্রতিবন্ধী হলেও নাইম যেনো পরিবারের প্রথম সন্তান হিসেবে সকলের কাছে চোখের মণি। তার বাবা কাজ করে যতোটা সম্ভব হয়েছে তার চিকিৎসা করিয়েছেন।ভবিষ্যতে নাইমকে ডাক্তার দেখানোর আশা করেন।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ধীমান’। শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায় ফাতেমা জাহান। সম্পাদনায় সুরভী। প্রযোজনা মৌসুমী মনীষা।
Recent Comments