লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের রেডিও মেঘনার একটি শ্রোতা ক্লাব ‘হাসনাহেনা’। ১৫-২০ জন কিশোরী নিয়ে গঠিত ক্লাবটি।
ক্লাবের লিডার রাখি আক্তার, রেডিও মেঘনা থেকে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শ্রোতা দলের নেতৃত্বের সক্ষমতা উন্নয়ন বিষয়ক ২টি কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে নিজ কর্ম এলাকায় সপ্তাহে ৩-৪দিন এলাকার কিশোরীদের সচেতনতার লক্ষ্যে এক সাথে বসে রেডিও মেঘনা শুনেন এবং আলোচনা করেন।
সচেতনতামূলক বিভিন্ন তথ্য যেমন- সমাজ ও পরিবার থেকে বাল্যবিয়ে, নারী নির্যাতন, যৌতুকপ্রথার মতো সমাজিক ব্যাধিসমূহ নিয়ে ক্লাবের সদস্যরা গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা ও প্রতিকারের উপায়সমূহ চিহ্নিত করেন।
Recent Comments