চরফ্যাসন উপজেলার আছলামপুর বেড়িবাঁধ এলাকার মানুষ শীতের তীব্রতায় মানবেতর জীবনযাপন করছে। নদীভাঙন এবং দুর্যোগের কারণে আশ্রয়হীন হয়ে পড়া এই মানুষদের জন্য শীতকাল যেন এক চরম দু:স্বপ্ন।
শীতবস্ত্রের অভাবে এই এলাকার মানুষ শীত নিবারণের জন্য পুরোনো কাঁথা ব্যবহার করছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে। এলাকার সেপু বেগম বলেন, রাত হলে মনে হয় জমে যাবো আর গরম কাপড়, লেপ,কম্বল তো আমাগো স্বপ্ন।
বেড়িবাঁধ এলাকার মৎস্যজীবি মো: ফারুক বলেন, শীতের কারণে নদীতে মাছ ধরতে অসুবিধা হয়। আগের থেকে আয় এখন অনেক কমে গেছে।
এলাকা ঘুরে দেখা যায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়ার মতো রোগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় হাসপাতাল বা চিকিৎসাসেবা দূরত্ব ও সুযোগের অভাবে অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছেন না।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা জয়ন্ত কুমার অপু জানান, মৎস্যজীবিদের জন্য কম্বল দেওয়ার পরিকল্পনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে।
Recent Comments