দারিদ্রতা শুধু একটি পরিবারকে সমাজ থেকেই পিছিয়ে রাখেনা, নষ্ট করে দেয় দারিদ্র পরিবারে ছোট থেকে বড় প্রতিটি সদস্যের স্বপ্নকেও। চরফ্যাশন আলীগাও ২নং ওয়ার্ডের চার সন্তানের জননী অজুফা বেগম (৬০)। বড় তিন ছেলে মেয়েদের পড়াশুনা করাতে না পরলেও ছোট মেয়ে জান্নাত কে পড়াশুনা করাবেন, এমন আশা নিয়ে বিদ্যালয়ে ভর্তি করান। মেয়ে জান্নাত পড়াশুনা করছিলো মন দিয়ে। যখন জান্নাত পঞ্চম শ্রেণীতে পড়াশুনা শেষ করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, তখন থেকেই মেয়ের পড়াশুনার খরচ চালাতে হিমশিমে পরে যান অজুফা বেগম। অন্যদিকে তার স্বামীর অসুস্থতার কারণে সংসারে রোজগার করা ও বন্ধ হয়ে যায়। ছেলেরা মা-বাবা‘র খোজ নেয়না। অজুফা বেগম অন্যের বাসায় কাজ করে কোন রকমে সংসার চালান। বন্ধ হয়ে যায় জান্নাতের পড়াশুনা।
জান্নাত (১২) বলেন, যখন পড়াশুনা করছিলাম তখন খুব ভালোলাগতো। ইচ্ছে ছিলো পড়াশুনা করবো এবং ভবিষ্যতে ভালো কিছু করবো। কিন্তু সেই স্বপ্ন যে স্বপ্নই থেকে গেলো এটা কখনো ভাবিনি। আর্থিক সংকটের কারণে, পড়াশুনা বন্ধ হয়ে গেলো।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘আজকের শিশু’ শুনুন শুক্রবার বিকেল ৫:৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনায় জেসমিন।
Recent Comments