চরফ্যাসনে বাদামের বাম্পার ফলন, দ্বিগুণ লাভের সম্ভাবনাউপকূলীয় অঞ্চলের উঁচু বালিযুক্ত জমিতে বাদাম চাষ ভালো হয়। আর এই সুযোগটাই প্রতি বছর কাজে লাগান দক্ষিণ ফ্যাসনের শাহজাহান মিয়া। তিনি বলেন, বাদাম চাষে সার ও কিটনাশক খুবই কম লাগে। তাই ফলন ভালো হলে লাভও দ্বিগুণের বেশি হয়। এবার ১৫ গন্ডা জমিতে ১৫ হাজার টাকা ব্যায়ে বাদাম চাষ করেছেন। প্রতি গন্ডায় ৩ মণ বাদাম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। তিনি আরো বলেন, প্রতিমণ কাঁচা বাদাম ১২-১৫শ টাকায় বিক্রি করা যায়। তাতে জৈষ্ঠের শেষে বাদাম উঠলে ৬০-৭০ হাজার টাকার বাদাম বিক্রি করতে পারবেন। এই বাদাম চাষ করেই ১০ গন্ডা জমি কিনেছেন বলেও জানান শাহজাহান মিয়া। শাহজাহানের স্ত্রী হাছিমন জানান, তার স্বামীর সাথে তিনিও চাষের কাজ করে থাকেন। এতে করে ৪ ছেলে-মেয়ের পড়ালেখা ও সংসারের যাবতীয় খচর বাদাম বিক্রির টাকা দিয়ে চলে। ভবিষ্যতে আরো বেশি জমিতে বাদাম চাষের পরিকল্পনা করছেন এই দম্পতি। প্রতিবেদনে, সালমা আফরিন। প্রচাতির হয়েছে ৭ এপ্রিল,বুধবার রেডিও মেঘনার সন্ধ্যার সংবাদে।