সঠিক পরিকল্পনা আর ইচ্ছাশক্তি থাকলেই জীবনের সফলতা সম্ভব। এরই উদাহরণ চরফ্যাসন আসলামপুর আয়সা বাগের সবি হাওলাদার (৩৫)। দুটি বকরি ছাগল থেকে এখন ১৮ টি ছাগলের মালিক হয়েছেন তিনি। বাড়ির উঠানে গড়ে তুলেছেন ছাগলের খামার। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখতেন সবি হাওলাদার। ভাবতেন নিজেকে সফল করবেন। নিজের উৎসাহে ছাগল পালন শুরু করেন তিনি। সংসারের চার সন্তান এবং স্ত্রী কে নিয়ে ভালোই আছেন সবি হাওলাদার। ছাগল দেখাশোনার পাশাপাশি ছোট একটি চায়ের দোকান আছে তার। প্রথমে তার ১৮ টি ছাগল ছিলো ৯০ হাজার টাকা বিক্রি করেছেন এখন বর্তমানে ৯ টি ছাগল রয়েছে। ভবিষ্যতে ৫০ টি ছাগল নিয়ে খামার করার ইচ্ছা সবি হাওলাদারের। ছাগলের জন্য ৩ কানি জমিতে ঘাসের চাষ করেছেন তিনি। সারা দিন মাঠে ঘাস খায় বিকেল বেলা বাসায় গিয়ে গম, ভুষি, খেতে দেন। ছাগলের পরিচর্যায় এক দিন পর পর গোসল করান। নিজেকে একজন সফল ব্যক্তি মনে করছেন তিনি, কারণ সব মিলিয়েই সবি হাওলাদা অনেক ভালো আছেন।
সফলতার কাহিনী নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ”সফল উদ্যোক্তা” প্রচারিত হয় বৃহস্পতিবার সকাল ৯:২৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও শব্দ সম্পাদনায় জেসমিন।