ফেলন ডাল চাষ করে সফলতা অর্জন করেছে চরফ্যাশনের চর নাজিমদ্দীন এলাকার বশির মিয়া (৭০)। কর্ম জীবনের শুরুটাই হয় কৃষি কাজ দিয়ে। প্রতিবছর ডালের চাষ করে যা খরচ হয় তার দ্বীগুন লাভ করেণ তিনি। এবছর প্রায় ২৪ শতাংশ জমিতে ফেলন ডালের চাষ করেছেন। ডাল গাছ উঠেছে, সারি সারি লাইনে খেত ভর্তি গাছ দেখে খুশি বশির মিয়া। মনের আনন্দে কাজ করেন খেতে। নিজের জমিতে ফলানো ফসল থেকে বীজ পাত্রে সংগ্রহ করেন। সংসারে পাঁচ সদস্য নিয়ে সুখে দিন কাটাচ্ছেন বশির মিয়া। কৃষি কাজ করে সংসারের যাবতীয় খরচ বহন করেন। ভবিষ্যতেও কৃষি কাজ করবেন এমনটাই জানান।

রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”, প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনায় জেসমিন এবং উপস্থাপনায় ফারিয়া ইসলাম।