চরফ্যাসনের উপজেলার এয়াজপুর এলাকার কৃষক রফিকুল ইসলাম (৫৯)। নিজের জমি না থাকলেও বর্গা নিয়ে ২ একর জমিতে সবজি চাষ করেছেন। বর্তমানে তিনি শিম এবং করলা চাষ করেছেন। দুই মেয়েসহ ৪ সদস্যদের পরিবারের আয়ের উৎস্য মূলত এই সবজির খামার। তার সাথে কথা হলে তিনি বলেন, আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনে খরচ বেড়েছে। তাই লাভ কম হয়, আবার অনেক সময় লোকসান গুনতে হয়। তবে এবারে সবজির চাষে ৫০ হাজার টাকা ব্যয় হলেও দাম ভালো থাকায় খরচ বাদে ৫০-৬০ হাজার টাকা লাভের সম্ভাবনার কথা বলেন রফিকুল। ‘কৃষি ও কৃষক’ অনুষ্ঠানে এভাবেই তুলে ধরা হয় চরফ্যাসন উপজেলার কৃষি তথ্য, উদ্ভাবন ও কৃষকের সফলতা। কোস্ট ট্রাস্ট-এপিএফপি’র সহয়তায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ৫:৪০ টায়।
Recent Comments