‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাসনে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩।
শুক্রবার (১০ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে জনগণকে সচেতনত করার লক্ষ্যে বণার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রসাশন চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি পরিষদের সহকারী পরিচালক মেছবা উর রশিদ এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিপি লিডার, সদস্য ফায়ার সার্ভিস কর্মী, রেডিও মেঘনা কর্মীসহ সাংবাদিক বৃন্দ।

উক্ত সভায় বক্তারা বলেন, দূর্যোগ পূর্ববতি, দুর্যোগকালীনও পরবর্তি প্রস্তুতি সর্ম্পকে সকলকে জানাতে হবে ঘূনিৃঝড় চলাকালীন সংকেত গুলো প্রচার প্রচারণা করতে হবে। সামনে যেহেতু দূর্যোগ হওয়ার মাস আসছে তাই যে কোনো দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সুরভী ও অধরা।
রেডিও মেঘনা, চরফ্যাসন।