চরফ্যাসনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ নভেম্বর দিন ব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার সরকারি দপ্তরের কার্যকর নিয়ে ৩৫ স্টোলের মাধ্যমে প্রদর্শনী দেখানো হয়।
উক্ত অনুষ্ঠানে স্টোল পরিদর্শন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান এবং সহকারী কমিশনার ভূমি আব্দুল মতিন মিয়া। আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ স্টোলে অংশ গ্রহণকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এই ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানও প্রযুক্তি, কৃষি, সেলাই প্রশিক্ষণ, অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যাবহার, তথ্য সেবা, জলবায়ু পরিবর্তন সমূহসহ আরো বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখানো মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।
সুরভী ও অধরা ইসলাম
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments