সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাসন উপজেলাতে দিন ব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ ফেব্রুয়ারি) সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলেছে এই ক্যাম্পেইন কার্যক্রম। এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় পর্যায়ে মোট ৫ হাজার দুইশত শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ৬-১১ মাস বয়সি শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৪৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রায় একটি লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এ ব্যাপারে চরফ্যাসন হাসপাতালে স্বাস্থ্য সহকারি মোঃ আউলাদ হোসেন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশের মতো চরফ্যাসন পৌরসভায় দিন ব্যাপি ২৫টা কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। প্রতি কেন্দ্রে ২জন করে দায়িত্ব পালন করছেন। উপজেলার প্রতিটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদেরকে এই ক্যাপুলের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করেন।
উল্লেখ্য, আজ ২০ ফেব্রুয়ারি সারা দিন পর্যন্ত চরফ্যাসন হাসপাতালে মোট ৫ শতাদিক শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
অধরা ইসলাম ও ফারিহা
চরফ্যাসন-ভোলা।