ভোলার চরফ্যাসনে পানের বাম্পার ফলনেও হাসি নেই চাষীদের মুখে। চলতি বছর পানের ফলন ভালো হওয়ায় অধিকাংশ এলাকার পান বিক্রির জন্য আনা হয় চরফ্যাসন বাজারে। এতে পানের দাম কমে যাওয়ায় চরফ্যাসনের পানচাষীরা লোকসানে পড়েছেন।
জিন্নাগড় এলাকার ৪ নম্বর ওর্য়াডের পানচাষী রিপন মজুমদার বলেন, ভাদ্র আশ্বিন মাসে পানের উৎপাদন বেশি হয় তবে পানের দাম কমে যাওয়ায় লোকসানে পড়তে হচ্ছে। প্রায় ১০ বছর যাবৎ পান চাষ করলেও এবছর প্রায় ১ লাখ ২০ টাকা খরচ করে ২৪ শতাংশ জমিতে পানের বরজ দিয়েছেন তিনি।
খুচরা পান বিক্রেতা মোঃ সালাউদ্দিন জানান, বর্তমানে বাজারে খুচরা পানের দাম একটু বেড়েছে। একমাস এক পাই পানের দাম আড়াইশ থেকে তিশ টাকা ছিলো সেই পান এখন চারশ থেকে পাঁচশ টাকায় বিক্রি করছেন। তবে পান চাষিরা আরো কম দামে পাইকারি দিচ্ছে বলে জানান।
চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, চরফ্যাসনে ৩৭৫ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। সরকারি ভাবে পান চাষিদের জন্য কোনো বরাদ্দ না থাকলেও পান চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন বলে জানান।
সুরভী ও অধরা
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments