অনেক সময় মানুষ করতে চায় এক, হয় আরেক। কখনো কখনো জীবনের মোড় ঘুরে যায়। বদলায় গতিপথ। যেমনটা হয়েছে চরফ্যাসনের দিপ্তি রানি দত্তের বেলায় (৫৩)। ইচ্ছে ছিল খামারী হওয়ার কিন্ত পুঁজির অভাবে সে স্বপ্ন পূরন হয়নি তার। দুই সন্তান আর স্বামী নিয়ে তার সংসার। স্বামী অসুস্থ থাকার কারণে সংসারের হাল ধরেন তিনি। পাইকারি মূল্যে শাড়ি,থ্রীপিস,বিছানার চাদর এনে বাসায় ব্যবসা শুরু করেন তিনি।
পাঁচবছর ধরে এ কাজ করে আসছেন তিনি। প্রতি মাসে সাত থেকে আট হাজার টাকা আবার এর থেকে বেশিও অনেক সময় আয় করতে পারেন। তিনি খুশি মনে বলেন বাসায় বসে এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে । আগে থাকার মতো কোনো জমিজমা ছিল না, এখন আমার এই আয়ের টাকা দিয়ে আমি নিজেই থাকার জমি কিনেছি। বাড়ি থেকে মানুষের কেনার চাহিদাও বেশ ভালো ভবিষ্যৎ তিনি এ ব্যবসা আরো বড় করবেন বলে জানান।
নারীদের এমন সংগ্রামী জীবন এবং উদ্যোগী হওয়ার গল্প নিয়ে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ”সফল নারী”। শুনুন, প্রতি বৃহস্পিতিবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ।