একটি সুস্থ শিশু সবারই কাম্য। পৃথিবীতে এমন অনেক শিশু জন্ম নেয়, যারা স্বাভাবিক শিশুদের মতো নয়, তাদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন- কেউ কানে শোনে না, কেউ চোখে দেখে না, কারো আচরণ বা দেহের গঠন স্বাভাবিক নয়। এদের গড়ে তুলতে বিশেষ ব্যবস্থা বা সেবার প্রয়োজন হয়। ১৯ বছর বয়সী শ্রবন প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বিপাকে দিন পার করছেন চরফ্যাসন মুন্সিগঞ্জ এলাকার নুরনাহার বেগম (৩০)। তিন ছেলে মেয়ের মধ্যে নুপুর তার বড় মেয়ে। আর্থিক সমস্যার কারনে ভালো করে মেয়ে কে ডাক্তার দেখাতে পারেনি। প্রথম মেয়েকে দেখে তার ছিলো বুক ভরা স্বপ্ন, কিন্তু সে ধীরে ধীরে বুজতে পারে তার মেয়ে অন্য শিশুদের থেকে আলাদা হয়েছে, মেয়ে প্রতিবন্ধী হওয়ার কারনে তার স্বপ্ন, স্বপ্নই রয়ে গেলো। তিনি বলেন, আমার মেয়ে যদি ভালো হতো তাহলে আমার মেয়েকে পড়াশোনা করাতাম। যদি ভবিষ্যতে টাকা হয়, তাহলে মেয়েকে অবশ্যই ডাক্তার দেখাবো এমনটাই আশা করি।

প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “ধীমান”। শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফাতেমা জাহান, সম্পাদনায় জেসমিন।