শিক্ষা মোদের আশার আলো, এই শিক্ষাই জাতির মেরুদন্ড। অর্থাৎ একজন মানুষ যেমন মেরুদন্ডের সাহায্যে মাথা উঁচু করে দাড়াতে পারেন, তেমনি একটি জাতির আগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। শিক্ষার আলো ছড়াতে ২০০০ সালে চরফকিরা মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। বর্তমানে স্ইে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বশম শ্রেণী পর্যন্ত ৬০০ জন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম চলমান। শিক্ষার্থীদের গুনগত পাঠদান দেওয়ার জন্য ৯ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এছাড়াও দুইজন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চলমান। ঐ বিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছেন। অসহায় শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয় বলে জানান। প্রতি বছরই বিদ্যালয়ের এসএসসি পরিক্ষায় শিক্ষার্থীদের ট্যালেন্টফুল বৃত্তি, সাধারণ বৃত্তি অর্জন করেন এবং পাশের হারও শতভাগ। চরফকিরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম স্যার জানান, আমাদের শিক্ষার্থীরা সকল জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায় এবং পুুরস্কারও জিতে নিয়ে আসে। সকল শিক্ষর্থীকে সুশিক্ষায় শিক্ষিত করাই একমাত্র লক্ষ বলে জানান তিনি।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান বিদ্যাপিঠ।
শুনুন প্রতি বুধবার সকাল ০৯:২৫টায়, শুধুমাত্র ৯৯.০ এফএমএ।
অনুষ্ঠানটির উপস্থাপনায় অধরা ইসলাম।
সম্পাদনায় তাসপিয়া।
Recent Comments