সমাজে প্রতিবন্ধী মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।
চরফ্যাসন হাজারিগঞ্জ চার সন্তানের জননী (৩০) জহুরা বেগমের সাথে কথা বলে জানা যায়, তৃতীয় মেয়ের বয়স যখন সাত মাস হঠাৎ তার খিচুনিসহ জ্বর হয়। মেয়েকে বড় ডাক্তার দেখালে জ্বর ও খিচুনি ভালো হয়েছে। কিন্তু তারপর থেকে এখন সেই মেয়ে সুমাইয়া আর কথাও বলতে পারেনা, হাটতে পারেনা। এখন তার মেয়ের বয়স পাঁচ বছর। মেয়েকে খাওয়ানো, গোসল করানোসহ অন্যান্য সব কাজেই মা বেশি সাহায্য করেন। একা বাবা আয় দিয়ে ছয় সদস্যের সংসারে খরচ চলে। সংসারের সব খরচ মিটিয়ে মেয়েকে আবার বড় ডাক্তার দেখাবেন এই আশায় টাকা জমানোর চেষ্টা চলছে। সুস্থ তিন সন্তান নিয়ে রয়েছে অনেক স্বপ্ন তাদের। মা ছাড়াও বাবা ও ভাই-বোনেরা সুমাইয়াকে অনেক ভালো জানেন এবং তার যত্ন নেন।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “ধীমান”। শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। উপস্থাপনায় ফাতেমা জাহান,
সম্পাদনায় তাসপিয়া।