আমাদের সংগ্রাম আমাদের মর্যাদা আমাদের মুক্তি এই স্লোগানে চরফ্যাসনে জাত পাত ও পেশা ভিত্তিক বৈষম্য রোধে শূন্য সহনশীলতা নীতিমালা গ্রহণ ও প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ সোমবার সকাল ১১টায় চরফ্যাসন প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী নাগরিক উদ্যোগ এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার চরফ্যাশন উপজেলার শাখার আয়োজনে এ দিবসটি পালিত হয়।
দলিত পেশার সভাপতি কমল কৃষ্ণ সভাপতিত্বে এসময় সময় উপস্থিত ছিলেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর বিভিন্ন পেশার নারী পুরুষ ও সাধারন মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে কমল কৃষ্ণ বলেন, সারা বিশ্বের মতো আজ বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২২ পালন করা হয়েছে। আজ হিন্দু মুসলিম কোন সাম্প্রদায়িক নাহ্। সকল জাতির মানুষ যেভাবে বৈষম্যের শিকার হচ্ছে সেটা যাতে বিলুপ্ত হয় এই প্রতিবাদে প্রতি বছর আজকের দিনে এই মানববন্ধন করা হয়। এছাড়া তিনি আরো বলেন পেছনের দিন গুলোতে যেমন বৈষম্যর শিকার হয়েছে ভবিষ্যতে যাতে আর এই বৈষম্যর ভেদাভেদ না থাকে।
প্রতিবেদনে সুরভী ও অধরা।
রেডিও মেঘনা চরফ্যাসন।