নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২২ অক্টোবর) চরফ্যাসন পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে চরফ্যাসন উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার আয়োজনে আলোচনা সভা, র‌্যালী ও সড়ক সচেতনতা ও বাইক প্রতিযোগিতা কার্যক্রমের আয়োজন করা হয় ।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, রোড সেফটি অডিট পরিচালনাসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি এ লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রি, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি বিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন পৌরসভা মেয়র মোঃ মোরশেদ, বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন থানা ইনচার্জ মোঃ মোরাদ হোসেন এবং চরফ্যাসন সরকারি টিবি স্কুলের প্রধান শিক্ষক মোঃ তানভীর এছাড়াও টিম চিলেকোঠার উপদেষ্টা মন্জূরুল আলম সায়েম, ইউসুফ হোসেন ইমনসহ আরও অনেকে।
পরে বাইক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মৌসুমী মনীষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।