১৯৭১ সালে দেশের স্বাধীনতার শেষ পর্যায়ে পাকিস্তান হানাদার বাহিনী সহ স্থানীয় সহযোগিদের পরিকল্পিত ভাবে প্রান হারানোর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চরফ‍্যাসনে বিনম্র শ্রদ্ধায় সকালে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পন এর মধ‍্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে চরফ্যাসনে উপজেলা প্রশাসন এর আয়োজনে (১৪ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারি কমিশনার ভূমি আবু আব্দুল্লাহ খান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, নুরুল ইসলাম ভিপি চরফ‍্যাসন সাধারন সম্পাদক মনির আহামেদ শুভ্র, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের ডা শোভন কুমার বসাক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,পুলিশ প্রসাশন, বীরমুক্তিযোদ্ধা,বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিক বৃন্দ।
সভায় বীর মুক্তিযোদ্ধাদের সদস্যরা তাদের বক্তব্যে ,যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে সকল বাঙ্গালী জাতি হিসেবে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

প্রতিবেদনে সুরভী ও উম্মে নিশি।
রেডিও মেঘনা, চরফ্যাসন।