নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী আজ সোমবার (১৩ নভেম্বর) বেলা দেড়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশে কমিউনিটি রেডিও আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে লড়াইতে সংযুক্ত ছিলেন। যার ফলস্রুতিতে এখন ১৯টি কমিউনিটি রেডিও বর্তমানে দেশে চলমান রয়েছে। রেডিও মেঘনা তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, আকরাম হোসেন চৌধুরী নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৮ সালে তিনি নবম জাতীয় সংসদের সংসদের নওগাঁ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া, ২০১৫ সালে তিনি রেডিও মেঘনার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেন।