নকশী কাঁথা শব্দটি শুনলইে চোখে ভেসে উঠে লাল, হলুদ, সবুজ প্রভৃতি সুতোয় কাপর সলোই করা। পড়াশুনার পাশাপাশি কিছু করে কর্মসংস্থান তৈরী করতে চান জেসমিন আক্তার মিতু (১৬)। স্কুল থেকে ফিরে দুপুরের পর হতে সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো কাজ থাকে না তার। ভাবলেন সেই সময়টা বসে না থেকে সময় কাজে লাগানো যায় কিভাবে। ছোটবেলায় মা ও প্রতিবেশি নারীদের কাঁথা সেলাই দেখে নিজেও মায়ের কাছ থেকে কিছুটা রপ্ত করেছিলেন।
সিদ্ধান্ত নেন নকশী কাঁথা ফুটিয়ে তুলবেন সুঁই-সুতো দিয়ে। নকশী কাথায় তার সুনিপুণ কারু কাজ আর অকর্ষনীয় নানা রঙের ডিজাইন নজর কাড়ে সবার। সেলাই করা কাঁথা বিক্রি করে মাসে প্রায় ৩০০০/- হাজার টাকা আয় করেন মিতু। পড়াশোনার খরচের জন্য বাবার কাছ থেকে টাকা নিতে হয় না বলে জানান তিনি। সহপাঠিদের কাছেও ভালো লাগে মিতুর নকশী কাঁথা সেলাই দেখে। এলাকার কিশোরীদের নকশী কাঁথা সেলাইয়ের কাজ শিখিয়ে সাবলম্ভি করে তুলতে চান চরফ্যাসন উপজেলার চকবাজার এলাকার জেসমিন আক্তার মিতু।
সফল নারী অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে বৃহস্পতিবার সকাল ৯:২০মিনিটে। অনুষ্ঠানটির সাক্ষাৎকারে উম্মে নিশি। উপস্থাপনায় অধরা ইসলাম। প্রযোজনায় মৌসুমী মনীষা।
Recent Comments