ঈদ-উল আজহা মুসলমানদের জন্য একটি ধর্মীয় উৎসব। পশু কোরবানির কারণে ঈদ-উল আজহা একটু বেশিই আনন্দদায়ক হয়ে থাকে। আজ বাদে সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। এরই মধ্যে কোরবানির প্রস্তুতি শেষের দিকে। পশু কেনা থেকে শুরু করে সার্বিক প্রস্ততি শুরু হয়ে গেছে।
আজকের সাক্ষাৎকার মূলক আলোচনা অনুষ্ঠান “পশু জবাইয়ের পর করণীয়”। আমাদের আজকের আয়োজনে আলোচনার বিষয় কোরবানি পশু জবাইয়ের আগে ও পরে করণীয় বিষয় সম্পর্কে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডা.মো: আতিকুর রহমান ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রানি সম্পদ দপ্তর । উপস্থাপনায় লাবনী হোসেন।
প্রচারিত হবে আজ মঙ্গল বার সন্ধ্যা ৬.০০টায়। শুনতে থাকুন সাথেই থাকুন রেডিও মেঘনা ৯৯.০এফএম এর।