শিশুদের বিভিন্ন কারণে শারীরিক ও মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা লোপ পাওয়া বা তুলনামূলকভাবে কম হলে সেই শিশুকে প্রতিবন্ধী বলা হয়।
এমনই একজন শিশু দক্ষিন শিবা ৫ নং ওর্য়াডের আয়েশা (০৬)। তার মা মুন্নি বেগম (৩০) জানান, আয়েশা ঠান্ডা নিয়ে জন্মগ্রহণ করায় বুঝতে পেরে সাথে সাথেই তাকে হাসপাতাল নিয়ে যাই। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হলে বাসায় নিয়ে আসে। এরপর থেকে যত দিন অতিবাহিত হয় আয়েশা ততই শারিরীক অস্বাভাবিকতার দিকে চলে যায়। এমন পরিস্থিতিতে তাকে বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে। তবে এতে কোন পরিবর্তন দেখা যায়নি। এখন হাঁটা-চলা করা বা কথাও বলতে পারে না। প্রতিবন্ধিতা নিয়েও সকলের ভালোবাসায় বড় হচ্ছে আয়েশা। মুন্নি বেগম আরও জানান, আয়েশা আমার প্রথম সন্তন। তার বাবা কৃষি কাজ করলেও যতটা সম্ভব হয়েছে তার চিকিৎসা চালিয়েছেন। ভবিষ্যতে টাকার ব্যবস্থা করে আয়েশা’কে আবারও ডাক্তার দেখানোর আশা করেন তার বাবা। যত দিন বাঁচবো, মেয়েকে সুস্থ করার চেষ্টা চালাবো।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ধীমান’। শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায় ফাতেমা জাহান
প্রযোজনায় সুরভী।
Recent Comments