প্রধানমন্ত্রীর নির্দেশে চরফ্যাসনে শীতবস্ত্র বিতরণ করলেন আব্দুল্লাহ্ আল ইসলাম জ্যাকব (এমপি)
ভোলার চরফ্যাসন পৌরসভায় শীতার্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতবস্ত্র বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুলাহ আল ইসলাম জ্যাকব এমপি। আজ (৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় চরফ্যাসন পৌরসভা চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও ৫ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট চরফ্যাসন ডাকবাংলো উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়ের মোঃ মোরশেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে এমপি জ্যাকব বলেন, চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। ১৭ কোটি টাকা ব্যয়ে চরফ্যাসন শেখ রাসেল স্টেডিয়ামকে আধুনিকায়ন সহ পৌর এলাকায় নতুন রাস্তা, কালবার্ড ও ড্রেন নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদনে মৌসুমী মনীষা ও সুরভী
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments