আমাদের দেশে বিভিন্ন জাতের প্রচলিত মরিচের মধ্যে বেশ জনপ্রিয় একটি মরিচের নাম হলো নাগা মরিচ বা বোম্বাই মরিচ। চক বাজার এলাকার কৃষক মোঃ আবদুর রহিম (৩০) জানান, ছোট বেলা থেকেই তিনি কৃষি কাজের সাথে জড়িত। প্রথম তিনি ৮ শতাংশ জমিতে কৃষি কাজ শুরু করেন। অন্যান্য সবজি চাষের পাশাপাশি এবছর ১২০ শতাংশ জমিতে বোম্বাই মরিচের চাষ করেন। ৪,০০০ (চার হাজার) টাকার বীজ সংগ্রহ করে বীজতলায় বপণ করেন। এর পর তিনি প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকার চারা বিক্রি করেন। এবং বাকি চারা গাছ তার ১২০ শতাংশ জমিতে রোপণ করেন। শুরুতেই শশার চাষ করে পরবর্তিতে সেই জমিতে মরিচের গাছ রোপণ করায় তেমন বেশি সার প্রেয়োগ করতে হয়নি, মাঝে মধ্যে কিছু ঔষধ প্রয়োগ করতে হয় এমনটাই জানান আবদুর রহিম। বোম্বাই মরিচের চাষ করে চার তোলায় প্রায় ৮০,০০০ (আশি হাজার) টাকার মরিচ বিক্রি করেছেন। এ গাছ থেকে এখনো এক বছর মরিচ বিক্রি করতে পারবে এমনটাই আশা করেন। এছাড়াও কিছু দিন পরপর কৃষি কর্মকর্তা ফসল দেখতে আসেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবারে চার সদস্য। কৃষি কাজ করে যে টাকা আয় হয় তা দিয়ে তার সংসারের ও ছেলে মেয়ের পড়া-শুনার খরচ চালান।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান কৃষি ও কৃষক, প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনায় জেসমিন এবং উপস্থাপনায় ফারিয়া ইসলাম।