১২৯নং নর্থ মাদ্রাজ কো-ইড সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ জানান, চলমান ডেংগু পরিস্থিতি মোকাবেলা ও শিক্ষার্থীদের সুস্থ রাখতে প্রতিনিয়ত বিদ্যালয়ে চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা হয়। বিদ্যালয়ে বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সর্বমোট ১২১ জন শিক্ষার্থদের প্রতিদিন পাঠদানের জন্য ছয়জন শিক্ষক রয়েছেন।
স্বাভাবিক সময়ে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্য মোটামুটি ভালো থাকলেও, এই বর্ষায় প্রচন্ড বৃষ্টির কারণে উপস্থিতির হার খুবই কম। এছাড়াও পানিবন্দীর কারণে কিছু শিক্ষার্থী পুরো বর্ষার মৌসুমে অনুপস্থিত থাকে। এই পানিবন্দী শিক্ষার্থীদের পড়াশোনাা চলমান রাখতে, শিক্ষকগণ নিয়মিত অভিবাকদের সাথে ফোনে যোগাযোগ অব্যাহত রাখেন।
পরিশেষে বিদ্যালয়ের ঘুরে আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে যাই। তারা আমাদেরকে পাঠ্য বই থেকে বিভিন্ন কবিতা, জাতীয় সংগীত ও দেশের শোনান।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “বিদ্যাপীঠ”। শুনতে কান পাতুন ৯৯.০ এফএম এ সপ্তাহের প্রতি বুধবার সকাল ০৮:২৫ মিনিটে।
প্রযোজনায় উম্মে নিশি
উপস্থাপনায় ফারিহা ইসলাম।