রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ধীমান’ শুনে যোগাযোগ করেন নাছিমা বেগম।
তার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন হলেও কোথায় গেলে, কী করলে প্রতিবন্ধী ভাতা বা কার্ড করা যায় তা তিনি জানতেন না। রেডিও মেঘনার মাধ্যমে জেনে সমাজ সেবা অধিদপ্তরে গিয়ে তার ছেলের জন্য প্রতিবন্ধি ভাতার কার্ড করেন এবং রেডিও মেঘনাকে ধন্যবাদ জানান।
Recent Comments