ইতিহাস নতুন প্রজন্মের মাঝে পর্যালোচনার জন্যই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দিবসগুলো উদযাপিত হয়। আলীগাঁও আবদুল গফুর মাধ্যমিক বিদ্যালয়টি তার ব্যতিক্রম নয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ খ্রিস্টাব্দে। এবারও আলীগাঁও আবদুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। তাই আগে থেকেই সকলে প্রস্তুতি ব্যাপক। অনুষ্ঠানে কোন কোন বিষয় থাকবে এবং শিক্ষার্থীরা কে কোন পর্বে অংশগ্রহণ করবেন তার একটি তালিকা তৈরি করা ছিলো আগে থেকেই। স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে দিন ব্যাপি থাকে নানা কার্যক্রম। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরউদ্দিন মহোদয়।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিদ্যাপিঠ’। শুনুন ৯৯.০ এফএম এ। সপ্তাহের প্রতি বুধবার সকাল ৯:২৫ মিনিটে।
উপস্থাপনায়: ফারিহা ইসলাম।
প্রযোজনায়: তাসপিয়া।