আগামী ৩০ এপ্রিল ২০২৩ ইং তারিখে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলছে ব্যাপক প্রস্ততি। বিদ্যালয় থেকেও নানা উপায় ছাত্র-ছাত্রীর জন্য পাঠ দানের ব্যবস্থা করেছেন শিক্ষকরা।
হাসানগঞ্জ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীদের নির্বাচনি পরিক্ষার পরেও শিক্ষা ব্যাবস্থা চলমান রাখতে গত ১৯ মার্চ পর্যন্ত তাদের বিদ্যালয়ে কোচিং করানো হয়েছে। ২০ মার্চ ২০২৩ তাদেরকে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হয়েছে। চলতি বছর এবিদ্যালয়ে ৫৯ জন এসএসসি পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্ততিতে যেন কোন ঘাটতি না হয়, সেজন্য শিক্ষকগন পুরো রমজানে “হোম ভিজিট প্লান” এবং সকল অভিবাবকের সাথে ফোনে যোগাযোগ করা হবে বলে জানানো হয়। রমজান ও ইদ-উল-ফিতরের ছুটির পর আগামি ২৭ এপ্রিল বিদ্যালয় খোলার তারিখ বলে জানান, প্রধান শিক্ষক মোঃ আলি আহমদ স্যার। তিনি আরও জানান, ছাত্র-ছাত্রীদেরও পরীক্ষার পূর্ব প্রস্তুতি ভালো। যেহেতু আগামি ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তার আগেই অর্থাৎ ২৫ এপ্রিল বিদ্যালয়ে খোলা থাকবে। পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, পরামর্শ এবং প্রবেশপত্র সংগ্রহের জন্য বিদ্যালয় দুইদিন আগে খোলা হবে।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “বিদ্যাপিঠ”।
শুনুন ৯৯.০ এফএম এ। সপ্তাহের প্রতি বুধবার সকাল ০৯: ২৫ মিনিটে। উপস্থাপনায়: তাসপিয়া, প্রযোজনায়: মৌসুমী মনিষা।