চরফ্যাসনে জমে উঠেছে ঈদের বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে, বিপণিবিতানে ক্রেতাদের সমাগম ততই বাড়ছে। তবে গতবারের চেয়ে এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে ঈদ পোশাকের দামও তুলনামূলক বেশি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরফ্যাসন জনতা রোড,পানপট্রির মোড়, ফ্যাশন স্কয়ারসহ ছোট বড় সকল বস্ত্রবিতান, জুতার ও কসমেটিক্স দোকান গুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।
ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সরগরম থাকছে বিপণিবিতানগুলো। ঈদ কেনাকাটায় শেষ সপ্তাহে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছে ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, দোকানে ক্রেতা সমাগম বেশি হলেও বেচাকেনা হচ্ছে তুলনামূলক কম।
চরফ্যাসনের ব্যবসায়ী মো: ইসমাইলসহ নুরুকাজী বলেন, ঈদকে ঘিরে এ বছরও ১০ রমজানের পর থেকেই মানুষজন আসতে শুরু করেছেন। তবে এবারের ঈদবাজারে দ্রব্যমূল্যের পাশাপাশি পোশাকের দামও বিগত বছরের চেয়ে তুলনামূলক বেশি, এতে কম বেচাকেনা হচ্ছে।
এদিকে ক্রেতারা বলছেন, কয়েকটি দোকান দেখে ছেলেমেয়েদের জন্য কাপড় কিনেছি। তবে এবার দাম অন্য বছর থেকে বেশি মনে হচ্ছে। তাই নিজেদের কাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে। তবে দাম বেশি হলেও ঈদের খুশিকে আরো আনন্দময় করতে অনেকেই নতুন পোশাক কিনছেন বলে জানান ক্রেতারা।
সুরভী ও মৌসুমী মনীষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments