ভোলার চরফ্যাসন উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থ্যা কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি পেল লিপি আক্তার। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী জীবন সংগ্রামের পাশাপাশি লেখাপড়া চালিয়ে কৃতিত্ব অর্জন করেন,সেসব মেধাবী শিক্ষার্থীর জন্য কোস্ট ফাউন্ডেশন হত দরিদ্র প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
২৩ জুলাই (রবিবার) বেলা ১১.০০ টায় চরফ্যাসন উপজেলা পরিষদ এর সভাকক্ষে চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশনের জিন্নগড় শাখার অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকতা জনাব, আল নোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিপি আক্তার এর হাতে নগদ ১২,০০০ হাজার টাকা চেক প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলার নির্বাহী কর্মকর্তার সহধমির্নী ইয়াসরিবা মুমু, কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলার সহকারি পরিচালক রাশিদা বেগম, সাংবাদিক আবু সিদ্দিক, জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামী, কোস্ট ফাউন্ডেশন এর জিন্নাগড় শাখার ম্যানেজার মো: হেলালউদ্দিন, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষাথী . গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ।