আমাদের দেশে প্রতি বছর প্রায় ৬৬ হাজার একর জমিতে রসুনের আবাদ হয়। মোট উৎপাদন হয় প্রায় ১০২ হাজার টন। যা আমাদের চাহিদার মাত্র ৪ ভাগের এক ভাগ পূরণ করে।
দেখা যায় চরফ্যাসনের তালুকদার চৌমহনির মোঃ বেলায়েত হোসেন (৩৫)। গত বছর অল্প জমিতে রসুনের চাষ করেছেন। গতবার ভালো ফলন হওয়ায় অধিক লাভের আশায় এবছরও একমাস আগে ২৪ শতাংশ জমিতে রসুন রোপন করেন। কিছুদির পর ফসল সংরক্ষণ করতে পারবেন বলে জানান তিনি। নিজেদের চাহিদা মিটিয়ে অবশিষ্ট ফসল বাজারে বিক্রি করেন। বিভিন্ন ধরনের ফসল চাষ করে এর আয়-ব্যয় দিয়েই পরিবারের সকলের চাহিদা মেটান। ভালো ফসল উৎপাদন হবে এই আশা করলেও, বর্তমানে বাজার দর কম এবং কীটনাশকের দাম চওড়া। তাই কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তবে এবছর ভালো দাম পেলে বেশ লাভবান হবেন, এবং পরের বছর আরো বেশি জমিতে চাষ করবেন বলে জানান বেলায়েত হোসেন।

কৃষি ও কৃষক অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ০৫:৪০ মিনিটে, রেডিও মেঘনা ৯৯.০ এফএমএ।
উপস্থাপনায় ফারিহা ইসলাম এবং সম্পাদনায় তাসপিয়া।